বৃষ্টি হচ্ছে মূলঃ বিসেন্তে আলেকজান্দ্রে [হিস্পানি কবি] অনুবাদঃ আজফার হোসেন এই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে, আর তোমার যে ছবিটা তুলেছিলাম তাও...

বৃষ্টি হচ্ছে - অনুবাদঃ আজফার হোসেন

2:24 AM Editor 0 Comments

বৃষ্টি হচ্ছে
মূলঃ বিসেন্তে আলেকজান্দ্রে [হিস্পানি কবি]
অনুবাদঃ আজফার হোসেন

এই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে, আর তোমার যে ছবিটা
তুলেছিলাম তাও ঝরছে আজ বৃষ্টি হয়ে।
দিনটা হুট করে খুলে যায় আমার স্মৃতিতে।
ভেতরে হেঁটে আসো। অথচ আমি কোনো আওয়াজ পাই না।
স্মৃতি আমাকে তোমার ছবি ছাড়া দেয় না তো কিছুই।
সেখানে কেবল তোমার চুম্বন ঝরছে, অথবা ঝরছে বৃষ্টি।
তোমার কণ্ঠস্বর বৃষ্টি হয়ে ঝরছে
তোমার বিষণ্ণ চুম্বন বৃষ্টি হয়ে ঝরছে
গভীর চুম্বন, বৃষ্টিতে ভেজা চুম্বন। ভেজা ভেজা ঠোঁট।
স্মৃতিতে ভিজে ভিজে ফুঁপিয়ে কাঁদছে চুম্বন
কোনো এক ছাইরং মোলায়েম আকাশ থেকে।
তোমার প্রেম থেকে ঝরে বৃষ্টি, আমার স্মৃতিকে
ভিজিয়ে দিয়েই বৃষ্টি পড়তেই থাকে। অনেক নিচে
চুম্বন পড়ে। ধূসর বৃষ্টি
ঝরেই চলেছে।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.