"ইন প্রেইজ অব লাভ" || আজফার হোসেন
প্রেম থাকলে হয়তো অনেক কিছুই সম্ভব। প্রেম নিয়ে ফরাসি দার্শনিক আল্যান বাদিউ'র এক দুর্দান্ত বই আছে , যার শিরোনাম (ইংরেজি তর্জমায়) _ইন প্রেইজ অব লাভ_, যে বইটাতে দেখানো হয়েছে কিভাবে প্রেমকে বারবারই নতুনভাবে আবিষ্কার করা জরুরি, যে আবিষ্কারের ডাক দিয়েছিলেন প্রেমপাগল ফরাসি কবি আর্তুর রাঁবো অনেক আগেই। বইটাতে আরো দেখানো হয়েছে কিভাবে প্রেম নিজেই একদিকে যেমন হয়ে ওঠে দর্শনের অন্যতম প্রধান শর্ত, অন্যদিকে তা হয়ে ওঠে পরিবর্তনের ঢল-নামানো আর আগুন-জ্বলানো শক্তি। যেখানে প্রেম নাই, সেখানে দেহের সঙ্গে দেহের মিলন নিছক যান্ত্রিক। যেখানে প্রেম নাই, সেখানে এমনকি জ্ঞান আর দর্শনও নাই। যেখানে প্রেম নাই, সেখানে কবিতা কেবল শব্দের কঙ্কাল। যেখানে প্রেম নাই, সেখানে তুমি আর আমি নাই। যেখানে প্রেম নাই, সেখানে আমরা নাই। যেখানে প্রেম নাই, সেখানে বিদ্রোহ নাই, সেখানে বিপ্লব নাই, সেখানে মানুষের নতুন শক্তি আর নতুন সমাজের কোনো উদ্বোধন নাই।
0 comments:
Note: Only a member of this blog may post a comment.