নগুগি ওয়া থিয়োঙ্গো
নগুগি ওয়া থিয়োঙ্গো--শুধু আফ্রিকার নয়, আমাদের সময়ের একজন প্রধান ঔপন্যাসিক। তিনি বেশ কিছু সাড়া-জাগানো নাটকও লিখেছেন। লড়াকু তাত্ত্বিকও তিনি। আফ্রিকার ইতিহাস ও লড়াইকে তিনি যে ভাষা দিয়েছেন তা একই সঙ্গে প্রেমের ও বিদ্রোহের। এও তাঁর গুণ যে, বেশ কয়েকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও পুরস্কারটি তিনি পান নি। নগুগিকে পরিচয় করিয়ে দেয়ার এবং তাঁরই সামনে তাঁর কাজের সমগ্র নিয়ে আলোচনা করার সুযোগ ঘটেছিলো এক মার্কিন ক্যাম্পাসে। নিচের ভিডিওতে সেটা দেখা যাবে। কিন্তু তার চেয়েও বড় কথা, শোনা যাবে নগুগির এক দারুণ বক্তৃতা, যার একাধিক বিষয়বস্তুর মধ্যে রয়েছে ইতিহাসে জ্ঞান ও স্মৃতির রাজনীতি। শোনার জন্য আমন্ত্রণ রইল।
0 comments:
Note: Only a member of this blog may post a comment.