সাম্প্রতিক ফরাসি চিন্তক জ্যঁ-জাক লেসার্কল্-এর বই _এ মার্কসিস্ট ফিলসফি অব ল্যাঙ্গুয়েজ_ আবার পড়লাম। যারা মনে মনে সুখ পান এই মনে করে যে, তথাকথি...

এ মার্কসিস্ট ফিলসফি অব ল্যাঙ্গুয়েজ

3:41 PM Editor 0 Comments

সাম্প্রতিক ফরাসি চিন্তক জ্যঁ-জাক লেসার্কল্-এর বই _এ মার্কসিস্ট ফিলসফি অব ল্যাঙ্গুয়েজ_ আবার পড়লাম। যারা মনে মনে সুখ পান এই মনে করে যে, তথাকথিত 'অর্থনৈতিক নিয়ন্ত্রনবাদী' মার্কসবাদ ভাষার দর্শন নিয়ে তেমন কিছু বলতে পারে নাই বা বলতে পারে না, তাদের জন্য এই বইটা একটা মোক্ষম জবাবই বটে। আর বইটা যে কেবল ভাষার মার্কসবাদী দর্শনকে হাজির করেছে তাই না; বইটা ভাষার ধর্ম, ভাষার ঐতিহাসিকতা, ভাষার রাজনীতি এবং ভাষার দর্শন নিয়ে কথা বলার এবং তর্ক করার জন্য বেশ কিছু যুৎসই পদ ও বর্গ তৈরি ও চালু করেছে, যেগুলো ভাষার সনাতন, প্রাতিষ্ঠানিক এবং আধিপত্যবাদী তত্ত্বের খবরদারিকে অগ্রাহ্য করে' আমাদের ভাষাচিন্তার সৃষ্টিশীলতাকেই উস্কে দেয়। এই বইটা পড়তে গিয়ে এও দেখছি কীভাবে এমনকি ইতালীয় চলচ্চিত্রকার পাসোলিনি নিজেই ইতালীয় মার্কসবাদী বিপ্লবী আন্তোনিও গ্রামসির ভাষাচিন্তাকে দারুণভাবে ব্যবহার করেছেন এই বুঝিয়ে যে, ভাষা যতটা না 'স্ট্রাকচার' তার চেয়ে বেশি সে একটা 'প্রসেস্'--একটা প্রক্রিয়া, এমন একটা বহুলব্ধিভারাক্রান্ত প্রক্রিয়া যা দুর্দান্ত দুশ্চিন্তাও বটে, এবং তা আবার এমন এক দুশ্চিন্তার প্রক্রিয়া যা ইতিহাসকেও বিভিন্ন কায়দায় নাড়া দিতে পারে। এভাবে জ্যঁ-জাক লেসার্কল্-এর এই বইটা পড়েই পাসোলিনির কাজের এক তুলনামূলকভাবে অপরিচিত এলাকাকে চিনতে পারলাম। বইটাতে আরও আছে স্যসুর, হাবারমাস আর চমস্কির ভাষাতত্ত্বের তুলাধুনা-করা তুখোড় মার্কসবাদী 'ক্রিটিক'।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.