১৯৯৫ সাল। আমি তখন ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের বস্টনে। মার্কিন অ্যাকাডেমিক সংস্কৃতিতে আমার ওরিয়েন্টেশনের জন্য ফুলব্রাইট কর্তৃপক্ষ তখ...

ক্রিটিফিকশান || আজফার হোসেন

9:01 AM Editor 0 Comments

১৯৯৫ সাল। আমি তখন ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের বস্টনে। মার্কিন অ্যাকাডেমিক সংস্কৃতিতে আমার ওরিয়েন্টেশনের জন্য ফুলব্রাইট কর্তৃপক্ষ তখন দুটো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাকে যুক্ত করে দিয়েছে--বস্টন বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তো, তখন বস্টন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্রিয়েটিভ রাইটিং পড়াতেন নোবেল বিজয়ী কানাডীয়-মার্কিন ঔপন্যাসিক সল বেলো (সেখানে পড়াতেন আরেক নোবেল বিজয়ী--ডেরেক ওয়ালকট! তাঁর সঙ্গেও আমার সাক্ষাৎ ঘটেছিলো।) তবে বেলো এত ব্যস্ত থাকতেন যে, তাঁর সঙ্গে আমার ওই সময় দেখা হওয়ার কথা ছিল না। কিন্তু এক পরিচিত চীনা অধ্যাপকের সদয় মধ্যস্থতায় বেলো'র সঙ্গে সাক্ষাৎ ঘটে ঝলমলে গ্রীষ্মের এক পড়ন্ত বিকেলে। বেশ কিছু কথা হয়েছিলো বেলো'র সঙ্গে। অল্প সময়েই তাঁর সঙ্গে আড্ডা জমে উঠেছিল বেশ (তবে এও সত্য, তাঁর ব্যাপারে আমি যে সবসময় ক্রেইজি ছিলাম, তাও না!)। আমাদের কথোপকথনের একটা চমকপ্রদ মুহূর্তের কথা বিশেষভাবে মনে পড়ে। কথা বলতে বলতে আমি এক সময় ইতালীয় ঔপন্যাসিক ও সংস্কৃতি-তাত্ত্বিক উমবের্তো একো'র প্রসঙ্গ টানি। আর যাব কোথায়? বেলো সঙ্গে সঙ্গে বলে উঠলেনঃ "একো একোস্" [Eco echoes!]! আর আমিও জিজ্ঞাসা করিঃ "একোস্ হোয়াট?" [Echoes what?]। এবারে বেলো তাঁর একটি শব্দকে প্রায় চার সিলেবালে ভাগ করে বললেনঃ "ক্রি-টি-ফিক্-শান্ !"[Critifiction] এবং তারপর হো হো করে হাসতে থাকলেন এমনভাবে যে, মনে হল, তিনি ওই হাসি দিয়েই একো মহাশয়কে উড়িয়ে দিবেন। বোঝা গেলো, একোকে বেলো একেবারেই পছন্দ করেন না। কিন্তু কি এই "ক্রিটিফিকশান?" সহজে ও সংক্ষেপে এভাবে হয়ত বলা যায়ঃ ক্রিটিফিকশান হচ্ছে সেই ধরনের কাজ যেখানে তথাকথিত 'সমালোচনা' ও উপন্যাসের ভেদরেখা বিলুপ্ত হয়।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.