পঁচিশটি অধ্যায়ে বাংলা সাহিত্য-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ফিগারের বিকল্প পাঠসহ সমালোচনার সনাতন পদ্ধতির সমালোচনা করেছেন তাত্ত্বিক ও স...
9:02 AMসাহিত্যের বিকল্প পাঠ নিয়ে আজফার হোসেনের বই
9:02 AM Editor 0 Comments
তাত্ত্বিক ও সমালোচক আজফার হোসেন নতুন বইয়ের ঘোষণা দিলেন, শিরোনাম ‘পাঠ: শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতি’। বাজারে আনবে সংহতি প্রকাশন।
সোশ্যাল মিডিয়ায় বুধবার বইয়ের প্রচ্ছদ শেয়ার করে বিস্তারিত জানান যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির এ অধ্যাপক।
তিনি জানান, ‘পাঠ: শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতি’র ফাইনাল প্রুফ দেখা প্রায় শেষের দিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বইটা হয়তো বের করা যেত, কিন্তু শেষের দিকে এসে তাড়াহুড়া করতে হচ্ছিল দেখে তার মন সায় দেয়নি। তবে সামনের মেলার আগেই প্রকাশ হতে পারে।
বইটি নিয়ে আজফার বলেন, “বইটিতে মোট পঁচিশটি অধ্যায়ে পাওয়া যাবে বাংলা সাহিত্যের-সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ফিগারের অর্থাৎ লালন ফকির থেকে শুরু করে রবীন্দ্রনাথ হয়ে অমিয় চক্রবর্তী ও বুদ্ধদেব বসু পর্যন্ত বিভিন্ন ফিগারের বিকল্প পাঠসহ সমালোচনার সনাতন পদ্ধতির সমালোচনা।”
বইটির কয়েকটি অধ্যায়ের শিরোনামও উল্লেখ করেন তিনি। যেমন, ফকির লালন শাহ: নৈঃশব্দ্যের আঁকিবুঁকি ও গীতির রাজনীতি; বিদ্যাসাগর ও আমাদের সময়; মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য: একটি পাঠ; মীর মশাররফ হোসেন: উপনিবেশের বাইরে, তবুও ভেতরে; আমরা কোন রবীন্দ্রনাথের কথা বলছি; নারী প্রশ্ন, রোকেয়া-সম্পর্কিত এগারোটি থিসিস ও একটি কবিতা; ভাষা আন্দোলন ও ড. মুহম্মদ শহীদুল্লাহ; সুকুমার রায়ের বাবুরাম সাপুড়ে: একটি পাঠ; বিভূতিভূষণের পথের পাঁচালি: একটি পাঠ; জীবনানন্দ ও ফটকা পুঁজির ফাটকাবাজি; নজরুল ও গর্জে-ওঠা ত্রিমহাদেশীয় কাব্যতত্ত্ব; অমিয় চক্রবর্তীর ‘উদ্দেশে’: একটি পাঠ; মানিক বন্দ্যোপাধ্যায় ও ঝাঁজরা চালের দেহতত্ত্ব; আবারও বুদ্ধদেব বসু: কিছু প্রশ্ন, কিছু প্রসঙ্গ।
আজফার হোসেনের সর্বশেষ বই ‘দর্শনাখ্যান’ প্রকাশ হয় ২০১৯ সালের বইমেলায়। দর্শন বিষয়ক বইটি বেশ আলোচনা তোলে ওই সময়।
0 comments:
Note: Only a member of this blog may post a comment.